Indiapost24 Web Desk : আজ দমদম নেতাজি সুভাষ বিমানবন্দরে বিমানের এক যাত্রীর কাছ থেকে 124 গ্রাম সোনা বাজেয়াপ্ত করল কাস্টমসের আধিকারিকরা| গতকাল ঘটনাটি ঘটেছে স্পাইসজেট SG 84 বিমানে|
জানা গেছে, প্যান্টের জিপ এর কাছে সোনা লুকিয়ে রেখেছিলেন ওই যাত্রী| সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই যাত্রী কে জিজ্ঞাসাবাদ চলছে|
0 comments:
Post a Comment