বামফ্রন্ট আমলের মন্ত্রি যোগ দিলেন এনসিপিতে !!!


স্নেহাশিষ মুখার্জি :
বামফ্রণ্ট আমলের প্রবীন মন্ত্ৰী তথা ডি এস পির নেতা প্রবোধ চন্দ্র সিংহ শরদ পাওয়ারের এনসিপিতে যোগ দিলেন | ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বাম - কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে তিনি পশ্চিম মেদনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে তৃনমূল কংগ্ৰেসের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী সোমেন মহাপাত্রের কাছে পরাজিত হন | এরপরই সিপিএমের সঙ্গে ডিএসপির দূরত্ব তৈরি হয় | প্রবোধ সিংহ তাঁর অনুগামীদের নিয়ে বামফ্রণ্টের সঙ্গে রাজনৈতিক জোট ছিন্ন করেন |

 টেলিফোনে প্রবোধ সিংহ জানান যে , তাঁরা এনসিপিতে যোগ দিয়েছেন | এনসিপি সভাপতি শরদ পাওয়ার নতুন কমিটি গঠন করে তাঁকে দলের রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছেন | প্রাক্তণ সমাজতন্ত্রী , ডিএসপি নেতা ও জ্যোতি বসু , বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বামফ্রণ্টের আবগারী , পরিষদীয় দপ্তরের প্ৰাক্তন মন্ত্ৰী প্রবোধ সিংহের বামেদের সঙ্গে রাজনৈতিক জোট ছিন্ন করার ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনিতীতে যঠেষ্ট জল্পনা তৈরি হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment