কন্যাশ্রী প্রকল্পের নামে কয়েক লক্ষ্য টাকার আর্থিক প্রতারণার অভিযোগ !!!


স্নেহাশিস মুখার্জি ,  নদীয়া ২৮ অক্টোবর :
মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী  প্রকল্প নিয়ে এবার কয়েক লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এক বেসরকারী সংস্থার বিরুদ্ধে।এবার কলেজ থেকে বরাত পেয়ে ওয়েব সাইটে ভুয়ো কন্যাশ্রী দের নাম নথিভুক্ত করে আর্থিক তছরূপের চেষ্টার অভিযোগে এক জনকে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ।অভিযোগ,অনলাইনে ভুয়ো নাম ঢুকিয়ে কন্যাশ্রী প্রকল্পের কয়েক লক্ষ টাকা তছরূপ করেছে একটি বেসরকারি সংস্থা।তদন্তে নেমে এক যুবক কে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান যে,শুধু নদীয়া নয়,উত্তর ২৪  পরগনা ও দক্ষিণ পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় এই প্রতারণা চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে।
সূত্রের খবর,২০১৬  আর্থিক বর্ষে নদীয়ার রানাঘাটের রানাঘাট কলেজ কতৃপক্ষ কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসা মেয়েদের নাম অন লাইনে নথিভুক্ত করার জন্য রানাঘাটের ন্যাশনাল এডুকেশন একাডেমি নামের একটি বেসরকারি সংস্থাকে নিযুক্ত করে।অভিযোগ,সেই সংস্থার তরফে কন্যাশ্রী প্রকল্পের জন্য উপযুক্ত মেয়েদের নাম এন্ট্রি করার পাশাপাশি কলেজের ছাত্রী নয় এমন বেশ কয়েক (১০ ) জন এর নাম নথিভুক্ত করে এবং সেই ভুয়ো একাউন্ট গুলিতে  কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা করে জমাও হয়ে যায়।সম্প্রতি নবান্নে এই বিষয়ে একটি অভিযোগ জমা পড়ে।সেই অভিযোগের তদন্ত করতে নেমে নবান্ন জানতে পারে ভুয়ো একাউন্ট গুলি রানাঘাট কলেজের সার্ভারে আপলোড করা হয়েছে।

এর পরই নবান্ন এর তরফে নদীয়া জেলা প্রশাসনকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।নবান্নের নির্দেশ মতন তদন্ত শুরু করে প্রশাসন জানতে পারে রানাঘাট কলেজ কতৃপক্ষ যে ন্যাশনাল এডুকেশন একাডেমি নামের সংস্থাকে ওয়েব সাইটে নাম তোলার বরাত দিয়েছিল,তারাই এই ভুয়ো নাম তুলে কয়েক লক্ষ টাকার তছরূপ করেছে।এই ঘটনা সামনে আসার পরই গত আগস্ট মাসে রানাঘাট থানায় রানাঘাট কলেজের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই সংস্থার এক কর্নধার দেবজ্যোতি সরকার নামের এক যুবককে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ।ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশ সূত্রে খবর,এই ঘটনায় আরও বেশ কয়েকজনের সন্ধান চলছে।পাশাপাশি যাদের একাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল,তাদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment