আসানসোল: সৌরদিপ্ত সেনগুপ্ত:
আসানসোলে শুরু হোলো দুদিনের শ্রমিকমেলা ৷ মূলত সামাজিক সুরক্ষা প্রকল্প যোজনার প্রসারে এই মেলার আয়োজন ৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি , জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা , এডিডিএর চেয়ার ম্যান ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় , রাজ্যের শ্রম আইন ও জন স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক সহ আরো অনেকে ৷
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অাগত অতিথি বৃন্দ ৷ মেলায় সামাজিক সুরক্ষা যোজনার স্টল সহ কৃষি বিপণন কেন্দ্র , সেল্ফ হেল্প গ্রুপের স্টল বন দফতরের স্টল সহ উপভোক্ত দফতরের স্টল সহ মোট ৩০টি স্টলের অয়োজন করা হয় ৷ এদিন মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ২৪টি পরিবারের হাতে সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি দুদিনে মোট ১ হাজার ৭৮ টি পরিবারের হাতে এই প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হবে জানা গেছে ৷ যে খাতে খরচ হবে প্রায় ১ কোটি ৩৭ লাখের থেকে বেশি অর্থ ৷
আসানসোলে শুরু হোলো দুদিনের শ্রমিকমেলা ৷ মূলত সামাজিক সুরক্ষা প্রকল্প যোজনার প্রসারে এই মেলার আয়োজন ৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি , জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা , এডিডিএর চেয়ার ম্যান ও আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় , রাজ্যের শ্রম আইন ও জন স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক সহ আরো অনেকে ৷
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অাগত অতিথি বৃন্দ ৷ মেলায় সামাজিক সুরক্ষা যোজনার স্টল সহ কৃষি বিপণন কেন্দ্র , সেল্ফ হেল্প গ্রুপের স্টল বন দফতরের স্টল সহ উপভোক্ত দফতরের স্টল সহ মোট ৩০টি স্টলের অয়োজন করা হয় ৷ এদিন মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে ২৪টি পরিবারের হাতে সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি দুদিনে মোট ১ হাজার ৭৮ টি পরিবারের হাতে এই প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হবে জানা গেছে ৷ যে খাতে খরচ হবে প্রায় ১ কোটি ৩৭ লাখের থেকে বেশি অর্থ ৷
0 comments:
Post a Comment