২৫৮ কেজি মাদক সহ নদিয়ায় গ্রেপ্তার ৪ !!!


স্নেহাশিষ , মুখার্জি ,  নদীয়া , ২ এপ্রিল 
ভোটের মুখে বড় সাফল্য  নদিয়া পুলিশের, প্রায় তিনশ কেজি মাদক সহ গ্রেপ্তার চার যুবক।  লোকসভা  ভোটের মুখে বড়সড় সাফল্যের মুখ দেখল নদিয়ার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দিয়ে দুশো আটান্ন কিলো নিষিদ্ধ গাঁজা উদ্ধার করল নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ। গাঁজা উদ্ধার হওয়ার পাশাপাশি তিনটি গাড়ী সহ চার যুবক গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। 

পুলিশ জানায়, ধৃত যুবকদের মধ্যে একজন নবদ্বীপের বাসিন্দা হলেও বাকি তিন যুবকের বাড়ি পার্শ্ববর্তী  রাজ্য আসামের বাসিন্দা। ধৃতরা হল, ষষ্ঠী ঘোষ, বাড়ি নবদ্বীপ পৌরসভার হরিতলা এলাকায়। বাকি তিন আসামবাসী  যুবক, সঞ্জয় ভৌমিক, কমল দাস ও চন্দন পানিকা। তিনজনের বাড়ি লঙ্কা থানার হুজাই এলাকায়। পুলিশ সূত্রে খবর , সোমবার গভীর রাতে গোপন সূত্রে নবদ্বীপ থানার পুলিশের কাছে খবর আসে যে, নবদ্বীপ পৌরসভার তেঘড়িপাড়ার ভরপাড়া অঞ্চলে তিনটি গাড়িতে প্রচুর পরিমানে গাঁজা আসবে। খবর পাওয়া মাত্র থানার আই সি সুবীর কুমার পালের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে ওঁৎ পেতে থাকে। অপেক্ষা করতে থাকে শিকার কখন জালে পড়বে। রাত প্রায় গভীর থেকে গভীরতর হচ্ছে। অথচ তখনও শিকারের দেখা নেই। রাত একটা ছুঁই ছুঁই তিনটি ছোট গাড়ি করে শিকাররা এসে পৌঁছায় টোটন ঘোষ নামক স্থানীয় এক বাসিন্দার  বাড়ির সামনে। ওই তিনটি গাড়ি এসে পৌঁছাতেই ঝাঁপিয়ে পড়ে পুলিশ বাহিনী। এদিকে পুলিশ দেখে আসামের বাসিন্দা তিন যুবক গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় গাঁজা সাপ্লাইকারীরা। ঘটনাস্থল থেকেই ওই তিন যুবক সহ চার জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি তিনটি গাড়িতে প্যাকেট বোঝাই গাঁজা উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ। 

পুলিশ জানায়, ওই যুবকদের কাছ থেকে উদ্ধার হয় ২ কুইন্টাল ৫৮ কেজি  গাঁজা । যার বাজার মূল্য আনুমানিক কয়েক ১৩ লক্ষ টাকারও বেশি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিপাড়ার ভরপাড়ার বাসিন্দা টোটন ঘোষ  অন্যান্য ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরেই গাঁজার ব্যবসা করত। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাত। এবারও সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। নবদ্বীপ থানার পুলিশ জানায়, শীঘ্রই মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করা হবে। অন্যদিকে লোকসভা ভোট পর্ব চলাকালীন এত পরিমাণে গাঁজা উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপের বিস্তীর্ন এলাকায়।
Indiatost24

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment