বর্ধিত ফি কমানোর দাবিতে আসাননগর কলেজে বিক্ষোভ

 


স্নেহাশীষ মুখার্জি,  নদীয়া, 1 জুলাই


করোনা মহামারীর কারণে গত দু'বছর ধরে জনজীবন বিপন্ন। মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। রোজগার ও হয়েছে বন্ধ। অর্থের অভাবে মানুষ আত্মহত্যা করছে। স্কুল কলেজের পরীক্ষা উঠেছে শিকেয়। স্কুল কলেজ বন্ধ। চলছে অনলাইনে ক্লাস।পরীক্ষা না দিয়েও গড়পড়তা সবাইকেই করিয়ে দেওয়া হচ্ছে পাস। এই রকম পরিস্থিতিতে ও রাজ্যের প্রতিটা স্কুল-কলেজের ফির টাকা এখনও ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে নদীয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ ও পিছিয়ে নেই। ছাত্র-ছাত্রীদের অভিযোগ করোনা আবহে কলেজ বন্ধ। ইলেকট্রিক , ওয়াইফাই কানেকশন কোনটাই ছাত্রছাত্রীরা ব্যবহার করছেন না। কিন্তু তবুও কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ফি কমানোর ব্যাপারে কোনো হেলদোল নেই। বৃহস্পতিবার সকালে আসাননগর কলেজের ছাত্রছাত্রীরা করোনা আবহে বৈধ ফির ন্যায্য দাবীতে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের আরও অভিযোগ করোনা আবহে মানুষের কাছে পয়সা নেই। এখানে যেসব ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আসে তারা কেউই বড়লোকের ছেলে মেয়ে নয়। তাদের প্রত্যেকের পরিবারই চাষাবাদ বা কায়িক পরিশ্রমের সঙ্গে জড়িত। সে ক্ষেত্রে যদি কলেজ কর্তৃপক্ষ তাদের এই বর্ধিত ফির দাবিতে অনড় থাকে তাহলে তাদের কলেজে পড়াশোনা করা সম্ভব নয়।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment