দেড় লক্ষ স্বাস্থ্যকেন্দ্র গড়ার প্রতিশ্রুতি মোদীর !



স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ‘স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা' বিষয়ক একটি বাজেট পরবর্তী সেমিনারে ভাষণ দেওয়ার সময় বলেন,' ভারত স্বাস্থ্যসেবা খাতে বিদেশের ওপর ন্যূনতম নির্ভরতা নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি বলেন, সরকার সারাদেশে ১,৫০,০০০ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করবে।

আরও বলেন, “স্বাধীনতার পরে কয়েক দশক ধরে, স্বাস্থ্যের ক্ষেত্রে একটি সমন্বিত এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অভাব ছিল,”। মোদী সরকারের আমলে ঢেলে সাজানো হয়েছে স্বাস্থ্য পরিষেবাকে, সেকথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর সরকার “স্বাস্থ্যসেবাকে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রকের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি বরং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছে। “গুরুতর রোগের জন্য দেশে মানসম্মত ও আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো জরুরি। সরকারের সেদিকেও নজর রয়েছে। বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে পাশাপাশি ‘প্রাথমিক চিকিৎসার জন্য' আরও ভাল স্বাস্থ্য পরিষেবা প্রদানের ওপর জোর দেন তিনি”। এ জন্য, দেশে আরও দেড় লক্ষ স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ চলছে বলেও ভাষণে উল্লেখ করেন নমো।

Product Buy Link :

https://amzn.to/3mEFYPM

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment