প্রবীর পাঞ্জা:এক, দু'বার নয়। এই নিয়ে পঞ্চমবারের জন্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ১১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল- রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে তাদের যুক্তি, হাইকোর্টের নির্দেশ মোতাবেক সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। আপাতত সেই বিপুল অর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা অসম্ভব। এই বোঝা বইতে হলে একাধিক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় নবান্নের তরফে। পাল্টা রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীর দাবি ছিল, ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার। আর্থিক বোঝা চাপবে বলে তা থেকে সরকারি কর্মীদের বঞ্চিত করা যায় না। গত বছর ডিসেম্বরে ডিএ মামলা সুপ্রি কোর্টে ওঠে। তার পর থেকেই এই মামলার নিষ্পত্তি শীর্ষ আদালতে বারবার পিছোচ্ছে।
Product Buy Link :https://amzn.to/3JsqOVp
https://amzn.to/3JsqOVp |
0 comments:
Post a Comment