ইন্ডিয়া পোস্ট 24 ওয়েব ডেস্ক:ওড়িশা যাওয়ার পথে ফের কেন্দ্রের বিরুদ্ধে - বঞ্চনার অভিযোগ তুললেন প.বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস প্রকল্প, রাস্তা নির্মাণের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি লিখে, সরাসরি তিনি নিজে গিয়ে অনুরোধ জানালেও কাজের কাজ হয়নি। কেন্দ্রীয় বঞ্চনা ও লাঞ্ছনার বিরুদ্ধে এবার পথে নেমে আন্দোলনের ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বিমানবন্দরে চত্বরে দাঁড়িয়ে মমতার ঘোষণা, বাংলাকে মোদী সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ ও ৩০শে মার্চ আম্বেদকর মূর্তির পাদদেশে টানা দু'দিন ধরনায় বসবেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই রাজনৈতিক কর্মসূচি কিছুটা হলেও তৃণমূল দলে বাড়তি অক্সিজেন যোগাবে!
Product Link :https://amzn.to/3JsqOVp
![]() |
https://amzn.to/3JsqOVphttps://amzn.to/3JsqOVp |
0 comments:
Post a Comment