স্বরূপ তরফদার:নিয়োগ দুর্নীতির মামলায় মিলল আরও এক ‘রহস্যময়ী’র খোঁজ। সূত্র বলছে, তিনি হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পরিচিত অয়ন শীলের ‘ঘনিষ্ঠ’। নাম শ্বেতা চক্রবর্তী। মডেল হিসাবেও শ্বেতা টলিপাড়ার পরিচিত মুখ। কাজ করেছেন সিনেমা এবং টেলিফিল্মে। অয়নের গ্রেফতারির পর তিনিও এখন ইডির নজরে। ইডি সূত্রে খবর, অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নথিতে শ্বেতার নাম রয়েছে। যার মধ্যে রয়েছে একটি গাড়ি এবং সম্পত্তি ক্রয় করার নথিও।
সূত্রের খবর, শ্বেতাকে এসএইভি গাড়িও উপহার দিয়েছিলেন অয়ন।ইডি সূত্রে খবর, অয়ন এবং শ্বেতার বেশ কিছু হোয়াটস্অ্যাপ কথোপকথন তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে। সেই চ্যাট ঘেঁটে পাওয়া গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।অয়ন ‘ঘনিষ্ঠ’ শ্বেতার বাড়ি নৈহাটির জেলাপাড়াতে।
স্থানীয় সূত্রে খবর, তিনি কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ারের সহকারি হিসাবে চাকরি করতেন। বাবা স্বাস্থ্য দফতরের প্রাক্তন কর্মী |
0 comments:
Post a Comment