স্টাফ রিপোর্টার: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবার দুয়ারে সরকারের শিবির বুথ স্তরে করতে চায়। বিশেষ করে গ্রামীণ এলাকার জন্য এই নীতি অবলম্বন করতে হবে। এদিন জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নির্দেশ দেন। প্রত্যেক দিন দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকদের সাংবাদিক বৈঠকও করতে বলা হয়েছে। যেখানে তুলে ধরতে হবে দুয়ারে সরকার শিবিরে ঠিক কত লোক অংশ নিল।কোন ধরনের সরকারি পরিষেবার প্রতি আমজনতার আগ্রহ বেশি।
রাজ্য সরকার এ দিন দুয়ারে সরকার শিবিরে পরিষেবার তালিকায় বিধবা ভাতাও অর্ন্তভুক্ত করল।এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন সরকারি দফতরের নোডাল অফিসারদের নিয়ে রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠন করেছে। যাতে দুয়ারে সরকারে আসা আবেদন দ্রুত নিষ্পত্তি হয়। নবান্ন সূত্রে খবর, মোট ২২ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। একাধিক দফতরের সচিবদের থাকার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরাও আছেন এই টাস্ক ফোর্সে ।
0 comments:
Post a Comment