উত্তরবঙ্গে সক্রিয় কংগ্রেস

 



রনি,ইন্ডিয়া পোস্ট24 ডেস্ক: উত্তরবঙ্গে একই সঙ্গে বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাতে সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি শুরু করেছে একদিকে কংগ্রেস, অন্যদিকে সি পি এম। উত্তরবঙ্গে এই মুহুর্ত্যে আর এস পি, ফরোয়ার্ড ব্লক, সি পি আই কার্যত অস্তিত্বহীন। লিবারেশনের কিছু সাংগঠনিক পকেট রয়েছে মাত্র। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মালদহ, উত্তর দিনাজপুরের মত মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আবার প্রভাব বাড়ার, স্বপ্ন দেখা শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের মুসলিম গণ সমর্থনে ভাটা পড়ার পাশে এই দুই জেলায় পঞ্চায়েত নির্বাচনের আগে ভাংগনের আশায় দিন গুণছেন কংগ্রেস নেতৃত্ব। সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর যথেষ্ট উৎসাহ দেখা দিয়ে কংগ্রেস শিবিরে। তাই পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে বামেদের সংগে জোট বেঁধে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপিতে রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি শুরু হয়েছে কংগ্রেস শিবিরে। কংগ্রেসের সক্রিয়তায় বিপন্নতা বাড়ছে তৃণমূলের এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment