বঙ্গে লোকসভা নির্বাচনে সিপিএম তারুণ্যে জোর দিচ্ছে !!!



স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: সিপিএমের সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে ২৪ এর লোকসভা নির্বাচনে দলের রণকৌশল ও দলের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেরালায় কংগ্রেস ও পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট সম্ভাবনা কার্যত খারিজ করা হয়েছে। তবে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে, তামিলনাড়ুতে ডিএমকে,বিহারে আরজেডি,জনতা (ইউ) কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখা হয়েছে। রাজস্থান, কর্ণাটক,হিমাচল প্রদেশে একক ভাবে কয়েকটি আসনে লড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দলের কেন্দ্রীয় নেত্রিত্ব।

ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখার পাশে পশ্চিমবঙ্গে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট বা আসন সমঝোতার রাস্তা খোলা রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মহম্মদ সেলিম, সায়নদিপ মিত্র,মীনাক্ষী মুখোপাধ্যায়,ঐশী ঘোশ, সবিরুদ্দিন মোল্লা,মধুজা সেন রায়,তাপস সিনহা,শেখ ইব্রাহিম আলি,শতরূপ ঘোষ প্রমূখদের নাম নিয়ে ইতিমধ্যে দলের জেলা থেকে রাজ্যস্তরে আলোচনা শুরু হয়েছে। সুজন চক্রবর্তী,শমীক লাহিড়ী,বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর নামও লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বিবেচনার জন্য উঠে এসেছে। কংগ্রেসের ও আইএসএফের সঙ্গে জোটে সায় রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment