Indiapost24 Web Desk: আর এস এস প্রধান মোহন ভাগবতের ২দিনের কলকাতায় অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে চর্চা জারি রয়েছে। মূলতঃ আর এস এসের সংগঠন ও প্রচার নিয়েই পশ্চিমবঙ্গের আর এস এস-বিশ্ব হিন্দু পরিষদ নেতাদের সঙ্গে কথা বলতেই ভাগবতের কলকাতায় আসা।
স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দলের সম্ভাবনা নিয়েও আলোচনা সেরেছেন মোহন ভগবত। স্বাভাবিক ভাবেই উঠে এসেছে পশ্চিমবংগে বিজেপির রাজনৈতিক সম্ভাবনার প্রশ্ন। একই সঙ্গে রাজ্যে মুসলিম- খৃষ্টানদের মত ধর্মীয় সংখ্যালঘুদের মনোভাব নিয়ে খোঁজ খবর নেন ভাগবত। কলকাতায় ২দিনের অবস্থানকালে আর এস এস প্রধান মোহন ভগবত প্রাক্তন পুলিশ আধিকারিক উপেন বিশ্বাস, প্রখ্যাত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সুরকার বিক্রম ঘোষ ছাড়াও কল্যাণ চৌবে, দোলা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বাংলার ক্রীড়াবিদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশিষ্ট জনেদের কাছে আর এস এসের হিন্দুত্বের এজেন্ডা পৌচ্ছে দিতে বারবারই বিভিন্ন রাজ্যে বিশিষ্ট জনেদের সঙ্গে সৌজন্যমূলক আলোচনা করেন আর এস এস প্রধান। সেই রুটিন কর্মসুচীর ধারাতেই কলকাতায় মোহন ভগবত বিশিষ্ট জনেদের সঙ্গে কথা বলেছেন বলে প্রকাশ।
0 comments:
Post a Comment