রাহুলের ন্যায় যাত্রা উত্তর পূর্বে কতটা প্রভাব ফেলবে?

 


Indiapost24 Web Desk:কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় উত্তর পূর্বের রাজ্য গুলিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশাবাদী কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মনিপুর থেকে শুরু হওয়া এই ন্যায় যাত্রা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড,মেঘালয়,অসম হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবেশ করবে ২৬শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে। ইতিমধ্যে উত্তর পূর্বে ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ইতিবাচক রাজনৈতিক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা, দেবব্রত সাইকিয়া, প্রদ্যুত বড়দলুই, গৌরব গর্গৈ-এর মত কংগ্রেস নেতারা।

উত্তর পূর্বের দুই রাজ্য মিজোরাম,ত্রিপুরায় ন্যায় যাত্রা প্রবেশ না করলেও, এই দুই রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সংহতি যাত্রায় কর্মসূচী নিয়েছেন। বিজেপি-আর এস এস সহ গেরুয়া শিবিরের নেতারাও রাহুলের ন্যায় যাত্রায় উত্তর পূর্বে কতটা রাজনৈতিক প্রভাব ফেলতে পারে তা নজর রাখছেন। রাহুল গান্ধীর প্রথম পর্বের ভারত জোড়ো যাত্রায় ইতিবাচক রাজনৈতিক লাভ করেছিল কংগ্রেস। কর্ণাটক ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে শাসক গেরুয়া শিবিরকে ধরাশায়ী করে কংগ্রেসের চমকপ্রদ কামব্যাক হয় তাজীয় রাজনীতিতে। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস বিজেপির মোকাবিলায় নেক টু নেক লড়াই করেও পরাজিত হয়েছে। যদিও প্রাপ্ত ভোট সংখ্যার নিরিখে ১/২ শতাংশের তফাত বিজেপি কংগ্রেসে। রাহুলের ন্যায় যাত্রা ১৫টি রাজ্যে ৮ হাজার ৬শো কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বাইয়ে ৬৭ দিন বাদে শেষ হচ্ছে।। যে ১৫টি রাজ্যে ন্যায় যাত্রা অতিক্রম করবে তার মধ্যে কংগ্রেসের লোকসভার আসন সংখ্যা মাত্র ১৪। অন্যদিকে বিজেপির ৩৬৭ জন। ফলে ন্যায় যাত্রার মাধ্যমে শুধু কংগ্রেসই নয়, ইন্ডিয়া জোটের আগে রাজনৈতিক সমর্থনের হাওয়া লাগাতেই মরিয়া রাহুল গান্ধী।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ৬৭ দিনের ন্যায় যাত্রার মধ্যেই ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে। কেরালা, পশ্চিমবঙ্গের মত রাজ্যে আসন সমঝোতা হবে না ধরেও বাকি রাজ্যগুলিতে সমঝোতার ব্যাপারে প্রায় নিশ্চিত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস এককভাবে ২৫০-২৭৫ আসনে লড়ার ইংগিত দিয়েছে। উত্তরপ্রদেশ ইতিমধ্যে জোট শরিক সমাজবাদী পার্টির কাছে ২০-২২ আসন, বিহারে জে ডি (ইউ)-রাষ্ট্রীয় জনতা দলের কাছে ৮-৯ টি আসন, ঝাড়খন্ডে ৫-৬ আসন, পাঞ্জাবে ৬-৭ আসন, দিল্লিতে ৩-৪ আসন, তামিলনারুতে ৬-৭ আসন, মহারাষ্ট্রে ১৮-২০ আসন চেয়েছে কংগ্রেস দল। জোট শরিকের সংগে কথা বলে এই সব রাজ্যে সম্মাজনক আসনে লড়তে চাইছে কংগ্রেস। ন্যায়যাত্রায় কংগ্রেস পুণরুজ্জীবনের স্বপ্ন দেখা শুরু করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment