বসিরহাটে ফের অসুস্থ বিজেপি প্রার্থী

 


Indiapost24 Web Desk:আবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র! হিঙ্গলগঞ্জের দুলদুলিতে প্রচারে বেরিয়ে শ্বাসকষ্টের সমস্যা বোধ করায় রেখাকে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান দলের কর্মী, সমর্থকরা। সেখানে জরুরি বিভাগে প্রথমিক চিকিৎসা চলে রেখার। পড়ানো হয় অক্সিজেন মাক্স। কিছু ক্ষণ পর রেখা খানিক সুস্থ বোধ করেন বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, গুরুতর কিছু হয়নি প্রার্থীর। মূলত, প্রবল গরমে প্রচার করায় শরীরে মাঝেমাঝেই জলের অভাব হচ্ছে তাঁর। সেই কারণেই অসুস্থ হয়ে পড়ছেন রেখা।

এর আগে বসিরহাট থেকে প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণার পরেও অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা পাত্র। সে বার তাঁর চিকিৎসা হয়েছিল কল্যাণী এইমস-এ। চিকিৎসকরা রেখাকে বেডরেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দুয়ারে ভোট, প্রার্থী তিনি, ফলে রোদে-জলে তড়িঘড়ি প্রচারে বেরিয়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’কে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment