Indiapost24 Web Desk: উত্তরবঙ্গে প্রথম পর্বে ১৯ শে এপ্রিলের ভোটের আগেই কোচবিহার, জলপাইগুড়ি জেলার অসম সীমান্তে কড়া নজরদারী চালায় কেন্দ্রীয় আধা সেনা। একই ভাবে প্রতিবেশী ভূটান, নেপাল বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বি এস এফ, এস এস বি কঠোর নজরদারী চালায়। উত্তরবঙ্গে ৭ মে তৃতীয় পর্বেও অসম, ভূটান, বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চলছে।
জাতীয় নির্বাচন কমিশন এবার হিংসা সন্ত্রাসে বিতর্কিত রাজ্যে পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ হিংসা মুক্ত ভোট করাতে দায়বদ্ধ। এই কারণেই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ৭ পর্বের ভোট প্রক্রিয়ায় ৯২০ কোম্পানী আধাসেনা মোতায়েন করার কর্মসূচী নিয়েছেন। ইতিমধ্যে রাজ্যে ১৭৭ কোম্পানী আধাসেনা আনা হয়েছে। তৃতীয় পর্বের ভোটের আগে ৪৬০ কোম্পানী আধা সেনা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দুই পর্বের পর তৃতীয় পরেরবে ৭ইমে ভোট গ্রহণের আগে অসম, ভূটান, নেপাল, বাংলাদেশ সীমান্তে চলছে নজরদারি।
ইতিমধ্যে অসম সীমান্ত ছাড়াও তিন প্রতিবেশী দেশ ভূটান, নেপাল বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বি এস এফ, এস এস বি কঠোর নজরদারী চালানো হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সন্ত্রাসবাদীরা যাতে এই রাজ্যে প্রবেশ করতে না পারে তা সমস্ত ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃতীয় পর্বে সিংসার আশঙ্গায় নিররাচন কমিশন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
0 comments:
Post a Comment