বঙ্গে হিন্দু ফ্যাসিষ্ট বিজেপিকে হারানোর ডাক




Indiapost24 Web Desk:২০১৯-এর লোকসভা নির্বাচন ও ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মত এবারের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অতি বাম ও কট্টর ইসলামপন্থী সংগঠন অতি সক্রিয়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে ‘হিন্দু ফ্যাসিষ্ট বিজেপিকে হারাও’ ‘ফ্যাসিষ্ট বিজেপি-আর এস এসকে বাংলা ছাড়া করো’র ডাক দিয়ে পোষ্টারিং, দেওয়াল লিখন, ফ্লেক্স-এর প্রচার চলছে। অতি বামপন্থী সি পি আই(এমেল)-লিবারেশন সহ একাধিক নকশালপন্থী সংগঠনের পাশে নিষিদ্ধ সিমি, পি এফ আই এই প্রচার অভিযান চালাচ্ছে বলে গেরুয়া শিবিরের অভিযোগ।  মুলতঃ তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে মাইলেজ পাইয়ে দিতে চীনপন্থী-অতি ইসলামপন্থী সংগঠনগুলি এই প্রচার চাআচ্ছে বলেই মনে করা হচ্ছে।

বিজেপির অভিযোগ সেভাবে কেরালা, কর্ণাটকে পি এফ আই, সিমির মত নিষিদ্ধ  সংগঠনের তরফে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের পক্ষে প্রচার চালানো হয়েছে, তারই অনুকরনে অতিবাম-অতি ইসলামপন্থীরা পশ্চিমবঙ্গে আবার তৃণমূল কংগ্রেস-মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন জোগানো শুরু করেছে। যে কোন মূল্যে বিজেপিকে হারাতে সকল প্রচারে বহু অর্থও ব্যয় করা হচ্ছে। মনে করা হচ্ছে এই প্রচারে চীনপন্থীরা ভাল অর্থ সংগ্রহ করছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment