Indiapost24 Web Desk:যেভাবে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের সরকার শ্রাবণ মাসে কাওয়াড যাত্রার কারণে মুজাফফরনগরে দোকানের মালিকের নাম, মোবাইল নম্বর নেওয়ার নির্দেশজারি করেছেন তা নিয়ে ধর্মীয় বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির সম্ভাবনা জোরদার হয়েছে। এনিয়ে এন ডি এ জোটের অন্দরেও তীব্র ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে। নীতিশ কুমারের দল সংযুক্ত জনতা দলের মহাসচিব কে সি ত্যাগী, লোকজনশক্তি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান, রাষ্ট্রীয় লোকদলের সুপ্রিমো তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী যোগী প্রশাসনের নির্দেশে প্রবল ক্ষুব্ধ। এন দি এর তিন জোট শরিক চান যোগী সরকারের নির্দেশ প্রত্যাহার করাতে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপর এই তিন দল ছাড়াও চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার সংযুক্ত জনতা দলও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মুখর হয়ে উঠতে চলেছেন। এরফ ফলে অমিত শাহ-জে পি নাড্ডাদের ওপর যে রাজনৈতিক চাপ বাড়ছে সে বিষয়ে একমত হয়েছেন রাজনৈতিক মহলের বড় অংশ।
0 comments:
Post a Comment