Imdiapost24 Web Desk:কলকাতার আরজি কর কাণ্ডে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সল্টলেক সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আজ সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন সি বি আই-এর আরও এক অফিসার, এসেছে ফরেনসিক দল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দুঁদে অফিসারদের জেরার জালে সঞ্জয়।
সূত্রের খবর, একাধিক দলে ভাগ হয়ে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে কেন্দ্রীয় সংস্থা। ইতিমধ্যেই ধর্ষণ খুন-সহ চারটি ধারায় রুজু করেছে সি বি আই। কলকাতা পুলিশ এস এস কে এম হাসপাতালে সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা করেছে। তারপরেই তাকে তুলে দেওয়া হয়েছে সি বি আই-এর হাতে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত যাবতীয় তথ্য সি বি আই-কে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ।
0 comments:
Post a Comment