উদয়ন-উবাচে বিতর্কের ঝড়!

 



Indiapost24 Web Desk:আরজিকর কাণ্ডে উত্তাল বঙ্গ। কর্মরত  তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ১। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১৪ আগস্ট ‘মধ্যরাতের দখল’, কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটি বড় অংশ। গোটা রাজ্যে আজ ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোরকদমে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিশেষ এই কর্মসূচিকেই যারপরনাই কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের।

ফেসবুক পোস্টে গতকাল উদয়ন গুহ লিখেছেন, “দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকলো। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। ” রাজ্যের এক মন্ত্রীর এহেন ফেসবুক পোস্টে তুমুল সমালোচনায় সরব বিজেপি। বিজেপির তরফে এক্স হ্যান্ডলে উদয়ন গুহের সমালোচনা  করা হয়েছে। উদয়নকে নারী বিদ্বেষী বলেও তোপ দেগেছে গেরুয়া দল।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ ১৪ আগস্ট, ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএমকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এই ক্যাম্পেনকে তাঁর সমর্থন জানিয়েছেন। এমনকী তিনি নিজেও আজ রাতের এই কর্মসূচিতে সামিল থাকবেন বলে জনিয়েছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment