Indiapost24 Web Desk:কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিল রাজ্য প্রশাসন। বুধবার তাদের অ্যাড হক বোনাস বাড়ানোর ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল প্রশাসনের তরফে। ২০২২-২৩ অর্থবর্ষে পুলিশের সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারা ৫৩০০ টাকা অ্যাড হক বোনাস পেয়েছেন। বুধবার রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়াররা এবার ৬০০০ টাকা করে পুজো অ্যাড হক বোনাস পাবেন। অর্থাৎ তাদের পুজো অ্যাড হক বোনাস ৫৩০০ টাকা থেকে তথা ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০০০ টাকা হল। প্রসঙ্গত, সিভিক ভলেন্টিয়ারদের জন্য এক গুচ্ছ সুবিধা বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশের সময় জানিয়েছিলেন, আগে যা বেতন বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার এবার তার থেকে বেশি অ্যাড হক বোনাস পাবেন তারা। তার জন্য অর্থ বরাদ্দ করা করা হয় রাজ্য বাজেটে। একইসঙ্গে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ ভলেন্টিয়ারদের জন্যে আরও একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়। রাজ্য পুলিশে ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশের কর্মী নিয়োগের সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছিল রাজ্যের তরফে। রাজ্য পুলিশে যদি নতুন করে ১ হাজার জনকে নিয়োগ করা হয় সেক্ষেত্রে কাজের নিরিখে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে ২০০ জন চাকরি পাওয়ার কথাও বলা হয়। উল্লেখ্য, এদিন পুজোর আগে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের অ্যাড হক বোনাস বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী। পাশাপাশি রাজ্যের এই সিদ্ধান্তে খুশি পুলিশের সকল স্তরের আধিকারিকেরা।
0 comments:
Post a Comment