Joytiprakash Mukherjee,Indiapost24-: দেরি করে হলেও উৎসব মুখর হতে শুরু করেছে আম বাঙালি। আপাততো আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন স্থগিত রেখে উৎসবে মেতে উঠতে চাইছে একটা বড় অংশ। আবার কিছু মানুষ উৎসব এবং আন্দোলনকে পাশাপাশি দেখতে চাইছেন। তবে এর মধ্যে অশান্তির আশঙ্কাও করছেন একাংশ।
হাসপাতালের নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বাম ও অতিবাম দলগুলোর উস্কানি ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। ডাক্তারদের দীর্ঘ সমস্যার সমাধানে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে। আলোচনা নিয়ে জুনিয়র ডাক্তারদের টালবাহানা বা নিত্যনতুন দাবি তোলা সাধারণ মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। অভিযোগ উঠতে শুরু করেছে, সমস্যা সমাধানের পরিবর্তে একটি বিশেষ রাজনৈতিক দলের নির্দেশে আন্দোলনকে তারা পরবর্তী নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইছে।
আর ঠিক এই কারণেই ধীরে ধীরে আন্দোলন থেকে সরে আসছে বহু মানুষ। আন্দোলনের ভিড় পাতলা হতে শুরু করেছে। এক মন্ত্রীর বক্তব্য, যতই আরজি করের ঘটনার সঙ্গে রাজ্যের শাসকদলকে জড়ানোর চেষ্টা করা হোক গরীব মানুষ শুধু চিকিৎসা বোঝে। স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে কম খরচে চিকিৎসার কথা বোঝে।
এদিকে দুয়ারে হাজির দুর্গোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এরসঙ্গে জড়িয়ে আছে বাঙালির আবেগ, বহু মানুষের রুটি-রুজির প্রশ্ন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে।
'উৎসবে না' হিড়িক তুলে পুজোর সময় আন্দোলনের নামে একটা অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ। এই অশান্তির পেছনে আছে সিপিএম বা অতিবামরা- এটাও স্পষ্ট হচ্ছে।
বামেরা আন্দোলনকে সামনে রেখে নিজেদের প্রাসঙ্গিকতা বজায়ের জন্য এমনটা করতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে সর্বত্র।
0 comments:
Post a Comment