Indiapost24 Web Desk:উত্তর বঙ্গোপসাগরে টহল চলাকালীন ভারতীয় উপকূলরক্ষী জাহাজ ‘অমৃত কৌর’ ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (EEZ) ভেতরে বাংলাদেশি একটি মাছ ধরার নৌকা ও তার ২৮ জন ক্রুকে আটক করে। ২০ নভেম্বর ঘটনাটি ঘটে, যখন উপকূলরক্ষী সন্দেহজনকভাবে ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরার কার্যকলাপ লক্ষ্য করে নৌকাটিকে থামায়।
তল্লাশিতে জানা যায়, আটক বাংলাদেশি নৌকা ও ক্রুদের কারও কাছেই ভারতের জলসীমায় মাছ ধরার জন্য প্রয়োজনীয় অনুমোদন বা পারমিট ছিল না। নৌকায় থাকা সরঞ্জাম ও ধরা মাছ তাদের নিষিদ্ধ এলাকায় সক্রিয়ভাবে মাছ ধরার প্রমাণ দেয়। ভারতীয় সমুদ্রসীমা (বিদেশী জাহাজ দ্বারা মাছ ধরার নিয়ন্ত্রণ) আইন, ১৯৮১ লঙ্ঘনের অভিযোগে নৌকাটি আটক করা হয়।
পরবর্তীতে নৌকাটি ও ২৮ জন ক্রুকে নিরাপত্তার মধ্য দিয়ে নামখানা মাছ ধরার বন্দরে আনা হয় এবং আইনগত প্রক্রিয়ার জন্য মেরিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই সপ্তাহেই এটি চতুর্থ বাংলাদেশি মাছ ধরার নৌকা আটক, যা ভারতীয় কোস্টগার্ডের সামুদ্রিক আইন প্রয়োগ, অবৈধ মাছ ধরা রোধ এবং ভারতীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। উপকূলরক্ষী বাহিনী স্থল-আকাশের সমন্বিত নজরদারির মাধ্যমে বঙ্গোপসাগরে সার্বক্ষণিক টহল বজায় রাখছে।



0 comments:
Post a Comment