Indiapost24 Web Desk:মুর্শিদাবাদে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইমাম রত্ন অ্যাওয়ার্ড’, যেখানে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা আলোচনার কেন্দ্রে উঠে আসে। বাল্যবিবাহ ও বাল্যশ্রম প্রতিরোধ, SIR সচেতনতা, স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রান্তের ইমামরা একত্রিত হন। ইমামদের মাধ্যমে সমাজে সচেতনতা গড়ে তোলাই ছিল অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য।
সভাপতি মোহাম্মদ বাকীবিল্লাহ,অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানান, সমাজের নৈতিক ও শিক্ষামূলক দিশা দেখাতে ইমাম সমাজ যে অগ্রগণ্য ভূমিকা পালন করেন, সেই অবদানকে সম্মান জানাতেই প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বাল্যবিবাহ ও বাল্যশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতৃত্বের ভূমিকা, কারণ ধর্মীয় বক্তৃতা ও দৈনন্দিন মসজিদভিত্তিক সচেতনতা মানুষকে সরাসরি প্রভাবিত করতে পারে।
ইমাম সম্মেলনের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে আগত ইমামদের মতবিনিময়, প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানে কয়েকজন ইমামকে ‘ইমাম রত্ন’ পুরস্কার প্রদান করা হয় তাঁদের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ।
অ্যাসোসিয়েশনের দাবি, ভবিষ্যতেও একইভাবে বিভিন্ন সামাজিক ও অর্থ-সামাজিক প্রশ্নকে সামনে এনে মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন জেলায় এই উদ্যোগ সম্প্রসারিত হবে।


0 comments:
Post a Comment