রাজ্যপালের নদীপথ সফর "জলতরঙ্গ"-এ গ্রামবাংলার সঙ্গে শাসকের হৃদয়-সংযোগ

 


Indiapost24 Web Desk:বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে ‘আমাদের গ্রাম,আমাদের রাজ্যপাল’ উদ্যোগের অংশ হিসেবে মাননীয় রাজ্যপাল হুগলি নদীপথে নাজিরগঞ্জ–সাঁকরাইল–বজবজ সফর করেন। ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এনসিএসএম, ইজেডসিসি ও এশিয়াটিক সোসাইটির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে শিল্পী ও ছাত্রছাত্রীরা নৌযাত্রায় সঙ্গ দেন।

নাজিরগঞ্জে পৌঁছে তিনি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন। কোচিন শিপইয়ার্ড ও ‘পিকচারেস্ক গঙ্গা’ প্রদর্শনী পরিদর্শনের পর তিনি সাঁকরাইলের পথে অটোরিকশায় যাত্রা করে সাধারণ মানুষের উচ্ছ্বাস কুড়ান। সাঁকরাইলে তিনি বিদ্যালয় পরিদর্শন ও ‘ইন্ডিয়া: দ্য ওয়ান্ডার’ প্রদর্শনী উদ্বোধন করেন।



বজবজে ‘ভ্যাকসিন’-ভিত্তিক মোবাইল সায়েন্স এক্সিবিশন ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পোলিস জেটিতে পৌঁছে ‘জলতরঙ্গ’-এর সমাপ্তি হয়। দিনটিকে তিনি “অন্তর্দৃষ্টিতে সমৃদ্ধ ও স্মরণীয়” বলে অভিহিত করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment