কলকাতার ময়দানে সেনাশক্তির ঝলক মিলিট্রি ট্যাটু ২০২৫-এ ইস্টার্ন কমান্ডের পাওয়ার শো

 


Indiapost24 Web Desk:কলকাতার ময়দানে অনুষ্ঠিত হলো মিলিট্রি ট্যাটু ২০২৫—বিজয় দিবসকে সামনে রেখে এক আবেগঘন ও গর্বের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের রাজ্যপাল, ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, এবং ঊর্ধ্বতন সামরিক আধিকারিকরা।

এরপর শুরু হয় ইস্টার্ন কমান্ডের পাওয়ার শো—নিখুঁত কুচকাওয়াজ, আধুনিক অস্ত্রের প্রদর্শনী ও যুদ্ধকৌশলের ডেমোতে স্পষ্ট হয়ে ওঠে ভারতীয় সামরিক শক্তির সক্ষমতা ও প্রস্তুতি। সেনা, নৌ ও বায়ুসেনার সমন্বিত অংশগ্রহণে মিলিট্রি ট্যাটু ২০২৫ পরিণত হয় এক স্মরণীয় ইন্ডিয়ান মিলিটারি পাওয়ার এক্সিবিশনে।


মঞ্চ থেকে বক্তৃতায় ফিরে আসা হয় ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিতে। বলা হয়, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে ভারতের দৃঢ় সামরিক ও মানবিক সমর্থন শুধু দক্ষিণ এশিয়ার ইতিহাস বদলায়নি, বরং ন্যায় ও স্বাধীনতার পক্ষে ভারতের অবস্থানকে বিশ্বদরবারে তুলে ধরেছিল। বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করিয়ে এই অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছেও সেই ইতিহাস পৌঁছে দেয়।

দেশাত্মবোধক সুর আর ত্রিবর্ণরঞ্জিত আলোয় শেষ হলো সন্ধ্যা—কলকাতার আকাশে ভেসে উঠল বিজয়, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বার্তা।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment