Indiapost24 Web Desk:ভারতের সামুদ্রিক সীমানায় অবৈধ মাছ ধরা রুখতে আরও একবার সক্রিয় ভূমিকা নিল ভারতীয় কোস্ট গার্ড। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর উত্তর বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় কোস্ট গার্ডের জাহাজ ‘অনমোল’ ভারতের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল (EEZ)-এর মধ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি বাংলাদেশি মাছ ধরার নৌকা আটক করে। এই নৌকাগুলিতে মোট ৩৫ জন ক্রু ছিলেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক নৌকাগুলির ক্রুরা ভারতের সামুদ্রিক অঞ্চলে মাছ ধরার জন্য কোনও বৈধ অনুমতিপত্র দেখাতে পারেননি। নৌকায় থাকা মাছ ধরার সরঞ্জাম এবং প্রায় ৫০০ কেজি ধরা পড়া মাছ থেকে স্পষ্ট হয় যে তারা সক্রিয়ভাবে অবৈধ মাছ ধরায় যুক্ত ছিল। এটি ১৯৮১ সালের ‘ভারতের সামুদ্রিক অঞ্চল (বিদেশি জাহাজ দ্বারা মাছ ধরা নিয়ন্ত্রণ) আইন’-এর সরাসরি লঙ্ঘন।
নৌকা ও ক্রুদের হেফাজতে নিয়ে ১৭ ডিসেম্বর আইনি প্রক্রিয়ার জন্য ফ্রেজারগঞ্জ মেরিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, গত তিন মাসে ভারতীয় কোস্ট গার্ড ১৭০ জন ক্রুসহ মোট আটটি বাংলাদেশি মাছ ধরার নৌকা আটক করেছে, যা দেশের সামুদ্রিক স্বার্থ ও জেলেদের নিরাপত্তা রক্ষায় তাদের কঠোর অবস্থানকে তুলে ধরে।



0 comments:
Post a Comment