নতুন বছরে নতুন নেতৃত্ব, এয়ার ফোর্সের উপ-প্রধান হলেন বহুমুখী অভিজ্ঞ নাগেশ কাপুর

Indiapost24 Web Desk:নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় বিমান বাহিনীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এয়ার মার্শাল নাগেশ কাপুর এসওয়াইএসএম, পিভিএসএম, এভিএসএম, ভিএম ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় বিমান বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তিনি অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি এসওয়াইএসএম, পিভিএসএম, এভিএসএম, ভিএম-এর স্থলাভিষিক্ত হলেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে স্নাতক হয়ে ১৯৮৬ সালের ০৬ ডিসেম্বর তিনি ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চের ফাইটার স্ট্রিমে কমিশন লাভ করেন। একজন অভিজ্ঞ ফাইটার পাইলট হিসেবে তিনি মিগ-২১ ও মিগ-২৯-এর সমস্ত ভ্যারিয়েন্টসহ বিভিন্ন যুদ্ধ ও প্রশিক্ষণ বিমানে ৩,৪০০ ঘণ্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা অর্জন করেছেন।

ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তনী এয়ার মার্শাল কাপুর প্রায় চার দশক ধরে কমান্ড, অপারেশনাল, প্রশিক্ষণ ও স্টাফ পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফাইটার স্কোয়াড্রন ও এয়ার বেস কমান্ডের পাশাপাশি তিনি পাকিস্তানে ডিফেন্স অ্যাটাশে হিসেবেও কূটনৈতিক দায়িত্ব সামলেছেন।

এর আগে তিনি ট্রেনিং কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। জাতির প্রতি অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ তিনি বায়ু সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সম্মানে ভূষিত।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment