Indiapost24 Web Desk: “গভর্নর কে উড়িয়ে দেওয়া হবে”—এই মর্মে একটি হুমকিমূলক ইমেল/বার্তা পাওয়ার পর রাজ্য প্রশাসন ও নিরাপত্তা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গভর্নরের প্রাণনাশের হুমকির বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। সূত্রের খবর, কলকাতা পুলিশ ও সিআরপিএফ একযোগে গভর্নরের নিরাপত্তা জোরদার করেছে।
হুমকির প্রেক্ষিতে গভর্নরের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর শীর্ষ আধিকারিকদের নিয়ে মধ্যরাতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে গভর্নর সিভি আনন্দ বোস জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, যা দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম। তবে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, এটি প্রথমবার নয়—এর আগেও একাধিকবার একই ধরনের হুমকি বার্তা পাওয়া গিয়েছিল।
এই পরিস্থিতির মধ্যেই গভর্নরের এক ঘোষণায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। লোক ভবন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই কলকাতার রাস্তায় হাঁটবেন। গভর্নর সিভি আনন্দ বোসের বক্তব্য, তিনি আত্মবিশ্বাসী যে বাংলার সাধারণ মানুষই তাঁর প্রকৃত রক্ষাকবচ।
একদিকে যখন নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক ও তৎপর, অন্যদিকে গভর্নরের এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে বিতর্ক—নিরাপত্তা বনাম বার্তার রাজনীতি, কোনটি বেশি গুরুত্বপূর্ণ?



0 comments:
Post a Comment