গ্লুকোমা চিকিৎসায় ঐতিহাসিক সাফল্য: আর্মি হাসপাতালে ভারতে প্রথম ৩ডি ফ্লেক্স অ্যাকুয়াস অ্যাঞ্জিওগ্রাফি সহ আইস্টেন্ট পদ্ধতি

Indiapost24 Web Desk:ভারতের চিকিৎসাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি হাসপাতাল (রিসার্চ অ্যান্ড রেফারেল)। হাসপাতালের চক্ষু বিভাগ দেশের মধ্যে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন করল ৩ডি ফ্লেক্স অ্যাকুয়াস অ্যাঞ্জিওগ্রাফি সহ আইস্টেন্ট পদ্ধতি, যা গ্লুকোমা চিকিৎসায় এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অত্যাধুনিক পদ্ধতিতে ব্যবহৃত হয়েছে নতুন স্ট্যান্ড-মাউন্টেড স্পেকট্রালিস ইমেজিং সিস্টেম এবং একটি উন্নতমানের ৩ডি অপারেটিং মাইক্রোস্কোপ। এর মাধ্যমে চোখের ভেতরের অ্যাকুয়াস ফ্লুইডের প্রবাহ পথকে রিয়েল-টাইমে স্পষ্টভাবে দেখা সম্ভব হয়েছে, যা সার্জনদের আরও নিখুঁত ও লক্ষ্যভিত্তিক অস্ত্রোপচার করতে সাহায্য করছে।

গ্লুকোমা এমন একটি রোগ, যা ধীরে ধীরে এবং প্রায় লক্ষণহীনভাবে দৃষ্টিশক্তি কেড়ে নেয়। এই নতুন প্রযুক্তির মাধ্যমে রোগটির আগাম ও কার্যকর চিকিৎসা সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের মত। আইস্টেন্ট নামক ন্যূনতম আক্রমণাত্মক গ্লুকোমা সার্জারি পদ্ধতির সঙ্গে উন্নত ৩ডি ইমেজিং যুক্ত হওয়ায় অস্ত্রোপচারের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে রোগীর ফলাফল আরও ভালো হবে।

সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই সাফল্য শুধু একটি চিকিৎসা মাইলফলক নয়, বরং সেনা ও তাদের পরিবারের দৃষ্টিশক্তি সুরক্ষা এবং কর্মক্ষমতা বজায় রাখার দিক থেকেও এক গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রগতি।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment