বিজেপি বিরোধিতাকে তুঙ্গে তুলেই মুসলিম মন জয়ের চেষ্টা মমতার

NNS:সাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি আর এস এস অমিত শাহ -নরেন্দ্র মোদি বিরোধিতা করে পশ্চিমবঙ্গে ২৯% মুসলিমদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |এই সঙ্গে জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার শীর্ষ প্রচারের মুখ হয়ে উঠতে চাইছেন তৃনমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |পশ্চিমবঙ্গে তার নেতৃত্বে ৬ বছরের তৃনমূল কংগ্রেস শাসনে শিল্প সহ নানা ক্ষেত্রে ব্যার্থতা ঢাকতে মেলা ,উৎসবের রাজনীতিতে মেতে থাকা ,দার্জিলিংকে কেন্দ্র করে বাঙালি উপজাতীয়তাবাদ মনোভাব তৈরিতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ম্যানেজারের রা |আগামী পঞ্চায়েত নির্বাচনে একদিকে সিপিএম অন্যদিকে বিজেপিকে ধাক্কা দিয়ে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন জেতার লক্ষ্য তৃনমূল সুপ্রিমোর |রাজ্যের মুসলিম সমাজের সংখ্যাগরিষ্ঠরাই এখন মনে প্রাণে বিজেপি -আর এস এসের হিন্দুত্ত্বের রাজনীতি ও মোদি সরকারের একাধিক ভুমিকায় ক্ষুব্ধ হয়ে মমতা বন্দোপাধ্যায়কেই বিজেপি বিরোধিতার মোক্ষম অস্ত্র করতে চাইছেন |বিজেপি ও মোদী বিরোধীতা থেকে কংগ্রেস ও বাম শিবিরের সমর্থক মুসলিমদের ও নিজের দিকে টানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় |
তবে উগ্র তৃনমূল বিরোধি সিপিএম ও কংগ্রেসের মুসলিম সমর্থকদের অনেকেই তৃনমূল বিরোধীতায় বিজেপিকে এক নম্বর পছন্দের তালিকায় রাখতে চাইছেন |তবে রাজনৈতিক মহল মনে করছে যে ,পশ্চিমবঙ্গের ২৯%মুসলিমদের মধ্যে ২৫% বিজেপি বিরোধীতাকে সামনে রেখে তৃনমূল কংগ্রেস ও মমতা বন্দোপাধ্যায়কেই গ্রহনযোগ্য বিজেপি বিরোধী মঞ্চ ও মুখ বলে মনে করছে |বিজেপির রাজনৈতিক বিরোধীতার আড়ালে মুসলিমদের ঢালাও সমর্থন যে এখন ও মমতার দিকে তা মেনে নিচ্ছেন রাজনৈতিক মহলের বড় অংশই |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment