বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ ফ্রন্ট গড়তে তৎপরতা ...

Indiapost24 Desk: গুজরাট বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধি নতুন করে মোদি বিরোধিতায় সরব হবে বলে মনে করছে রাজনৈতিক মহল |গুজরাটে কংগ্রেস ভালো ফল করবে ,মোদির জনপ্রিয়তা হ্রাস পাবে এমনটাই মনে করছে বিজেপি বিরোধি নেতা নেত্রীরা |তাই লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যূত করতে আঞ্চলিক দলগুলিকে নিয়ে নতুন জোট গড়া নিয়ে মমতার প্রস্তাবে দ্বিধা রয়েছে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার ,সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ,মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক |নবীন বলেছেন নতুন জোট নিয়ে ভাবার সময় নয় |একইভাবে মুলায়ম সিং যাদব প্রাকনির্বাচনী আঞ্চলিক দলগুলি এর জোটের সম্ভাবনায় সাই দেননি |এনসিপি প্রধান শারদ পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর ফ্রন্টের সম্ভাবনায় সাই দেননি |এদিকে নবীন পট্টনায়ক বলেছেন এক সময় আমরা ফেডারেল ফ্রণ্টের কথা ভেবেছি |রাজনৈতিক মতপার্থক্যের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ নেতৃত্ব ছেড়ে দিলেন |তবে মুসলিম সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই তিনি বিজেপিতে যেতে চাইছেননা |বিজেপি বিরোধি অবস্থান নিয়ে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলিকে নিয়ে জোটের চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায় |মুকুল রায় তৃণমূল ছাড়াই মমতার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের হাতিয়ার পেয়ে গেছে বিজেপি |
তোহা সিদ্দিকী ,সিদ্দিকুল্লা চৌধুরীর মত বাঙালি মুসলিম নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাস্তায় নেমেছেন |এদিকে তৃণমূল বলছে আম আদমি পার্টি ,বিজেডি ,এনসিপির মত দলগুলো তার নজরে রোয়েছে .এদের নিয়ে তিনি ফ্রণ্ট গড়তে চান |অন্যদিকে উড়িষ্যার মুখমন্ত্রী নবীন পট্টনায়ক মমতার সঙ্গে সহমত নন তা তিনি সেইদিনই জানিয়ে দেন ,যেদিন প্রাক নির্বাচনীর ভোটে থাকতে পারবেননা বলে জানিয়ে দেন |এছাড়া আর্থিক সংস্কারের ক্ষেত্রে নবীন পট্টনায়ক বিদেশী লগ্নির অবস্থান ও নিতে চান না |নবীন মমতার সঙ্গে সুসম্পর্ক রাখলেও সিপিএমের সঙ্গে সম্পর্ক রাখতে চান |নোট বাতিল কাণ্ডে নবীন পট্টনায়েক ,চন্দ্রবাবু নাইডু ,নীতিশ কুমাররা নরেন্দ্র মোদীর পাশে |তৃণমূলের একাংশ মনে করছে ,দলনেত্রী বুঝতে পারছেন কংগ্রেসকে বাইপাস করে মোদীকে হঠানো সম্ভব নয় |এখন তিনি কংগ্রেসের নেতৃত্বেই দেশজুড়ে বিজেপি বিরোধি দলগুলিকে নিয়ে বৃহত্তর জোট চাইছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment