প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোটা দিনটাকে এই ভাবে পালন করতে হবে আর আমি তানার আজ্ঞা পালন করছি মাত্র : রাজীব হোসেন

স্নেহাশিস মুখার্জী :আজ মুর্শিদাবাদের লালবাগ মহকুমার সভাপতি ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেনের উদ্যোগে লালবাগ ব্লক পার্টি অফিসে একটি কোর কমিটির মিটিং এর আয়োজন করা হয় | এই কোর কমিটির মিটিং এ লালবাগ সাবডিভিশনের অন্তর্গত সমস্ত সংগঠনিক নেতৃবর্গদের উপস্থিতিতে সভাপতি রাজিব বলেন আগামী ১লা জানুয়ারি ২০১৮ তৃনমূলের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক নেতাকে তিঁনি বিশেষ ভাবে ওই দিনটি উজ্জাপনের পাশাপাশি জনহিতকর কর্মসূচিরও নির্দেশ দেন,বুথ স্তর থেকে পঞ্চায়েত,ব্লক ও জেলা স্তরের বিভিন্ন দলীয় কার্যালয়ে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে পতাকা উত্তোলন করতে হবে | 
পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম গুলো যেমন দুঃস্থ অসহায় মানুষদের শীত-বস্ত্র বিতরণ সহ বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য-কেন্দ্রে ফল বিতরণের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করতে হবে এবং বিকালে রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের উন্নয়ন ও বিভিন্ন জনহিতকর পরিকল্পনা গুলির প্রচারমূলক বার্তা মানুষের কাছে তুলে ধরে মহা নেত্রীর আদর্শে মানুষের বিশ্সাসকে আরোও জয় করতে হবে ও জনসংযোগ প্রতিনিয়ত বাড়িয়ে চলতে হবে| আর সন্ধ্যা বেলায় আপামর সাধারণ মানুষজনের আনন্দের জন্যে অনুষ্ঠিত হবে সংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক  বাউল গান | 
কোন ডান্স  অথবা  হিন্দি গান যেন এই অনুষ্ঠানে না চালান হয় বলে কঠোর ভাবে দলীয় নির্দেশ দেন তিনি| এই ভাবে তিঁনি বলেন এটি শুধু ওনার বক্তব্য নয় বরং তৃনমূল নেত্রী স্বয়ং মমতা ব্যানার্জীর নির্দেশ যে এইভাবে এই সব কর্মসূচির মধ্যে দিয়ে দিনটাকে পালন করতে হবে তাই তিঁনি তাঁর আজ্ঞা পালন করছেন মাত্র | 
Share on Google Plus Share on Whatsapp



2 comments:

  1. Wonderful schedule for helping the needy patients n proving them fruits and all.Great

    ReplyDelete
  2. Wonderful schedule for helping the needy patients n proving them fruits and all.Great

    ReplyDelete