"প্রাতঃভ্রমণে অভিযোগে তৎক্ষণাৎ সমস্যার সমাধান মা-মাটি-মানুষের নেতার "

স্নেহাশিষ মুখার্জি :এদিন  ভাঙরের ১ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রামের বাসিন্দারা জল নিকাশি ব্যাবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে তাদের অভিযোগের কথা জানালেন ভাঙড়ের ১ নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ,ওসি অশোকতারু এবং বিডিও সৌগত রায় কে |
দিনের রোজকার মত প্ৰাতঃভ্ৰমণে বেড়িয়ে ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণ পুর গ্রামের বাসিন্দাদের সমস্যা সমাধানে সচেষ্ট হলেন কাইজার আহমেদ |এলাকায় পানীয় জলের সমস্যা ,শৌচাগারের টাকা না পাওয়া ,যত্রতত্র জমে থাকা আবর্জনা ,ঘরের জন্য সরকারী প্রকল্পের অন্তর্ভুক্তি না হওয়ায় এই সব সমস্যা নিয়ে নারায়ণ পুর গ্রামের মহিলারা অভিযোগ করেন |মহিলারা বিরক্তির স্বরে বলে ওঠেন এখানে জলের কল ছিল কিন্তু বাক্তিগত নিকাশির ব্যাবস্থা করতে গিয়ে তা ভেঙে ফেলায় অনেক দূর থেকে জল আনতে হচ্ছে | কাইজার আহমদের নির্দেশে দুই সরকারী অফিসার ডেকে পাঠান দুই অভিযুক্তকে |তারা কল সরানো নিয়ে প্রশ্ন করলে অভিযুক্তরা ক্ষমা চেয়ে নিদিষ্ট জায়গায় কলটি লাগানোর ব্যাবস্থা করবে বলে নিশ্চিত করেন অফিসারদের কে  |
এই দিন কল নিয়ে নালিশ করে হাতেনাতে ফল মেলায় গ্রামবাসিরা উৎসাহিত হয়ে ওঠেন |গ্রামবাসীরা  আরও জানান দরমার বেড়া আর প্লাস্টিকের ছাউনি এর ছোট্ট ঘরে ছয় জনের বাস |পঞ্চায়েতে আবেদন করেও সরকারী টাকা পাননি তারা |নিকাশি ব্যাবস্থা খুব খারাপ |মশা মাছির উপদ্রব |রাস্তার অবস্থা বেহাল |সরকারী টাকা না মেলায় শৌচাগার হয়নি |সব শুনে ব্লক সভাপতি কাইজারের নির্দেশ দিয়ে এলাকার জনপ্রতিনিধি কে বলেন পরিবারগুলি যাতে সরকারী শৌচাগার পায় তার নাম পাঠাতে | তিনি  বলেন,যারা সরাসরি তাদের কাছে আসতে পারেন না এমনকি সরকারী সুযোগ এবং প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত তাদের তিনি পাশে সর্ব-সময় থাকবেন ও আছেন ,অভাব অভিযোগে তাদের সাহায্য করবেন |কাইজার আহমেদ আরও জানান আগামীকাল বাসন্তী হাইওয়েতে প্লাষ্টিকের জিনিসের কারবারে যুক্ত দোকানদাররা তাদের দোকানে প্লাষ্টিকের মালপত্র না রেখে দোকানে এর বাইরে রাস্তায় রেখে রাস্তাকে অপরিষ্কার করছে |তাই প্রশাসন এর তৎপরতায় সাফাই অভিযানে নেমে রাস্তা পরিষ্কার করার ব্যাবস্থা করবেন বলে আশ্বাস দেন তাদের কে|এই ভাবে এদিনের প্রাতঃভ্রমণেও অভিযোগ গুলি শুনে দ্রুত গুরুত্ব দিয়ে  গ্রামবাসীদের রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তাদের হারানো সেই বিশ্বাস কে তোরো তাজা করে তোলে নেতার এহেন তৎক্ষণাৎ সমাধান-প্রক্রিয়া  . 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment