NNS:মায়াবতীর বহুজন সমাজপার্টির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি সহ একাধিক হিন্দুত্ববাদী শক্তি | কিছুদিন আগে উত্তরপ্রদেশের বরেলির নবাবগঞ্জ নাগারপালিকা আসনে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএসপি প্রার্থী সাহলা তাহির | ভোটের ফল ঘোষণার এক মাস পর তাহিরের বিজয় মিছিলের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে | এই ভিডিওতে মিছিলে 'পাকিস্থান জিন্দাবাদ ' ধ্বনি সোনা গিয়েছে বলে দাবী |
বিজেপি নেতা তথা রাজ্য সরকারের মন্ত্ৰী ধর্মপাল সিংহ রাজ্য পুলিশের আইজির কাছে এ ব্যাপারে কঠোর ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন | যদিও চেয়ারম্যান তাহির এই ভিডিওর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন | তিঁনি বলছেন তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করতে ভিডিওটির বিকৃতি ঘটান হয়েছে |
ভোট গণনার সময় রবীন্দ্র সিংহের বিরুদ্ধে এসডিএমকে মারধরের অভিযোগ উঠেছিল | ওই সময় থেকেই সাহলা তাহিরের সংগে রাঠোরের বিবাদ চলছে | এরইমধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসায় পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে যে মিছিলে সত্যিই 'পাকিস্থান জিন্দবাদ ' স্লোগান দেওয়া হয়েছিলো নাকি এর পিছনে ষড়যন্ত্র রয়েছে |
বিজেপি নেতা তথা রাজ্য সরকারের মন্ত্ৰী ধর্মপাল সিংহ রাজ্য পুলিশের আইজির কাছে এ ব্যাপারে কঠোর ব্যাবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন | যদিও চেয়ারম্যান তাহির এই ভিডিওর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন | তিঁনি বলছেন তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করতে ভিডিওটির বিকৃতি ঘটান হয়েছে |
ভোট গণনার সময় রবীন্দ্র সিংহের বিরুদ্ধে এসডিএমকে মারধরের অভিযোগ উঠেছিল | ওই সময় থেকেই সাহলা তাহিরের সংগে রাঠোরের বিবাদ চলছে | এরইমধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসায় পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠেছে যে মিছিলে সত্যিই 'পাকিস্থান জিন্দবাদ ' স্লোগান দেওয়া হয়েছিলো নাকি এর পিছনে ষড়যন্ত্র রয়েছে |
0 comments:
Post a Comment