NNS:২০১৯ এর লোকসভা নির্বাচনে মোদী অমিত শাহের বিজেপি যে একক শক্তিতে নিরংঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করে কেন্দ্রে ক্ষমতাসীন হতে সমর্থ হবে না সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল | তাই বিজেপির নরেন্দ্র মোদী - অমিত শাহ শিবির থেকে একাধিক আঞ্চলিক দলের মধ্যে ভাল সম্পর্ক গড়ার বার্তা দেওয়া হয়েছে |
কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে মোদী অমিত শাহেরা এখন প্ৰাক্তন প্রধানমন্ত্রী ও ভোকালিঙ্গা নেতা এইচ ডি দেবেগৌড়ার সাহায্যপ্রার্থী হতে চেয়েছেন | কর্নাটকে বিধানসভা নির্বাচনে দেবগৌড়া দল জনতা দল (এস ) এর সঙ্গে প্রাক নির্বাচনী ভোটের চেয়ে নির্বাচনোত্তর পরিস্থিতিতে জোটের ভাবনা গেরুয়া শিবিরের রাজনৈতিক ম্যানেজারদের | দেবগৌড়া সাফ জানিয়েছেন যে কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাঁর দল কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব থাকবে |
পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিজু - জনতা দলের মুখ্য বিরোধী শক্তি হিসাবে আত্ম্যপ্রকাশ করলেও নবিন পট্টনায়েক তাতে তেমন গুরুত্ব দেননি | এক সর্বভারতীয় চ্যানেলে নবিন পট্টনায়েক জানিয়েছেন যে , তিঁনি কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব রেখে চলবেন | কোন আঞ্চলিক দলের ফেডারেল ফ্রন্ট ও তাঁর আগ্রহ নেই | নবিন পট্টনায়েক আরও জানান যে ২০১৯ লোকসভা নির্বাচনে ও কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রাখবেন..
কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে মোদী অমিত শাহেরা এখন প্ৰাক্তন প্রধানমন্ত্রী ও ভোকালিঙ্গা নেতা এইচ ডি দেবেগৌড়ার সাহায্যপ্রার্থী হতে চেয়েছেন | কর্নাটকে বিধানসভা নির্বাচনে দেবগৌড়া দল জনতা দল (এস ) এর সঙ্গে প্রাক নির্বাচনী ভোটের চেয়ে নির্বাচনোত্তর পরিস্থিতিতে জোটের ভাবনা গেরুয়া শিবিরের রাজনৈতিক ম্যানেজারদের | দেবগৌড়া সাফ জানিয়েছেন যে কর্ণাটক বিধানসভা নির্বাচনে তাঁর দল কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব থাকবে |
পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিজু - জনতা দলের মুখ্য বিরোধী শক্তি হিসাবে আত্ম্যপ্রকাশ করলেও নবিন পট্টনায়েক তাতে তেমন গুরুত্ব দেননি | এক সর্বভারতীয় চ্যানেলে নবিন পট্টনায়েক জানিয়েছেন যে , তিঁনি কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব রেখে চলবেন | কোন আঞ্চলিক দলের ফেডারেল ফ্রন্ট ও তাঁর আগ্রহ নেই | নবিন পট্টনায়েক আরও জানান যে ২০১৯ লোকসভা নির্বাচনে ও কংগ্রেস ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রাখবেন..
0 comments:
Post a Comment