শেষ হলো এবারের ৫৩ তম বিশ্ব ইজতেমা

তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ তৃতীয় দিন।আখরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।  এ মোনাজাতে দেশি-বিদেশি প্রায় ২০ থেকে ২৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ইজতেমা মাঠে ইমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান অনুষ্ঠিত হয়। 
আজ আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান হয়।  আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের ইজতেমা। বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের  সুখ, শান্তি,কল্যাণ,অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো চলতি বছরের ৫৩তম বিশ্ব ইজতেমা।
Share on Google Plus Share on Whatsapp



1 comments:

  1. We have supplied clear examples assist you|that will assist you|that can assist you} absolutely grasp what sports betting odds entail. The sportsbooks will assess the quality of every staff in the field. They then launch futures betting odds on each team’s probabilities of success. It starts with the favorite, which is often the reigning champion. The odds grow longer as bet365 you work your method down the listing, till you reach the huge underdogs on the bottom.

    ReplyDelete