উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে উন্নততর বৃত্তিমূলক শিক্ষা দেবে রাজ্য সরকার

Indiapost24 Desk:ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা খুব প্রয়োজনীয় তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে উন্নততর বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার। এর ফলে ছাত্রদের দক্ষতা বাড়বে। প্রথম পর্যায়ে, ২৭০০টি উচ্চ মাধ্যমিক স্কুলকে বেছে নেওয়া হয়েছে এই বৃত্তিমূলক শিক্ষাদানের জন্য। এর মধ্যে ৭০০ টি স্কুলকে বাছা হয়েছে উন্নততর বৃত্তিমূলক কোর্স চালু করার জন্য। 
এই প্রশিক্ষন ২০১৮ সালের জানুয়ারি মাসে থেকে শুরু করা হবে। এই কোর্সগুলি হবে আন্তর্জাতিক মানের। এই কোর্সে যে পড়ুয়া ৫০ শতাংশ বা তার বেশী নম্বর পাবে, তারা সরাসরি পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ পাবে। যদিও পলিটেকনিকের ভতির্র পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে। 

এই বৃত্তিমূলক কোর্সগুলিতে পড়ুয়াকে দুটি বিষয় দেওয়া হবে,যার মধ্যে পড়ুয়াকে একটি বিষয় বেছে নিতে হবে। এই মুহুর্তে ,রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বৃত্তিমূলক শিক্ষার যে যে বিষয়গুলিরর দেওয়া হচ্ছে, সেগুলি হল, রিটেইল,নিরাপত্তা তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, হেলথ অ্যান্ড ওয়েলনেস এবং কৃষি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment