মমতা সরকারের উদ্যোগে আরও ১০ টি নতুন ব্লাড ব্যাঙ্ক সহ ২১ টি কম্পোনেন্ট ইউনিট

 
Indiapost24 Web Desk-বিপদ আপদে হোক বা জটিল অসুখ বিসুখ কারণ যাই হোক না কেন , রাজ্য জুড়ে রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে আরও নতুন ১০ টি ব্লাড ব্যাঙ্ক | ২০১৮ সালের মধ্যে এগুলি চালু করার লক্ষ্যমাত্র নিয়েছে রাজ্য সরকার | 

ফলে রাজ্যের সরকারী ব্লাড ব্যাঙ্কের সংখ্যা শীঘ্রই বেড়ে হবে ৮৪ | এছাড়াও    ২১ টি ব্লাড ব্যাঙ্ককে প্লাজমা , প্লেটলেট , প্যাকেড সেল সহ রক্তের বিভিন্ন ধরনের উপাদান পৃথকীকরণ ইউনিট এ ( ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট ) উন্নীত করার পরিকল্পণা নিয়েছে স্বাস্থ্য ভবন | তাতে এধরণের সংখ্যা বেড়ে হবে ৩৮ | প্রস্তাবিত নতুন ব্লাড ব্যাঙ্ক গুলি হবে বীরপাড়া , তেহট্ট , দিনহাটা , নন্দীগ্রাম , মেটিয়াবুরুজ , শালবনি , ডেবরা , মাথাভাঙ্গা , ফালাকাটা এবং সাগরদিঘীতে 

 | আর যেসব ব্লাড ব্যাঙ্কে রক্তের উপাদান পৃথকীকরণ ইউনিট এ পরিণত করা হবে সেগুলি হল চুঁচুড়া , হাওড়া , বিষ্ণুপুর , পুরুলিয়া , দার্জিলিং , শিলিগুড়ি , কালিম্পঙ , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , রায়গঞ্জ , বালুরঘাট , বারাসত , বসিরহাট , ডায়মন্ডহারবার , সিউড়ী , রামপুরহাট , ঝাড়গ্রাম ও তমলুক জেলা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল , নন্দিগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতাল ও সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment