রাহুলের নিশানায় আরএসএস প্রধান !!!



NNS New Delhi : টুইটারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কড়া ভাষায় আর এস এস প্রধান মোহন ভাগবতের তীব্র সমালোচনা করলেন। রাহুল নিশানায় এবার আরএসএস প্রধান মোহন ভাগবত।
                           গতকাল বিহারে করা মোহন ভাগবতের মন্তব্যর জেরে আজ সকালে তাঁকে কড়া আক্রমন করেন রাহুল
।ভাগবতের মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে, সাফাই দিয়েছে আরএসএস। গতকাল বিহারে আরএসএস কর্মীদের সভায় আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, যদি প্রয়োজন পড়ে,তাহলে আরএসএস কর্মীদের তিনদিনের মধ্যেই ট্রেনিং  দিয়ে দেশের সীমান্ত রক্ষায় পাঠিয়ে দেওয়া হবে। এই বক্তব্যের জেরেই ঝড় ওঠে রাজনৈতিক মহলে।
                                       আজ সকালেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ভাগবতের এই মন্তব্য প্রত্যেক ভারতবাসীর কাছে অপমানের। এই বক্তব্য দেশের জাতীয় পতাকার পক্ষে ও লজ্জার। কেননা প্রত্যেক সেনা এই জাতীয় পতাকাকে সম্মান করে। গতকাল বিহারে মুজফফরপুর ভগবত বলেন, তাদের সংগঠন কোনও মিলিটারি সংগঠন নয়। আরএসএস তরফে ভাগবতের মন্তব্যের সাফাই দেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, ভগবতীদত্তম কখনই দেশের সেনা এবং সংঘের স্বয়ং সেবকদের তুলনা করতে চাননি। এদিকে মোহন ভাগবতের বিরুদ্ধে শুধু কংগ্রেস নয়,সিপিএম বিভিন্ন বিরোধী দল সুর চড়িয়েছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment