অবশেষে খুলছে ডিমডিমা চা বাগান!!!

   
NNS : আলিপুরদুয়ারের বন্ধ ডিমডিমা   চা বাগান 9ই মার্চ  থেকে খুলছে। কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে যে, 9ই মার্চ  ডিমডিমা চা বাগান খুললে সেদিনই  শ্রমিকদের বকেয়া বোনাসের 40% মিটিয়ে দেওয়া হবে।
তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সভাপতি মোহন শর্মা জানিয়েছেন যে, ডানকান গোষ্ঠী নিজেরাই এই বাগান খুলবে। কোন শ্রমিক ছাঁটাই করা হবে না। তার দাবি যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতাতেই ডুয়ার্সে এরপর সব বন্ধ চা বাগান খুলে উৎপাদন শুরু করা হবে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment