সিপিএম নেতৃত্ব থেকে সরলেন বুদ্ধদেব ভট্টাচার্য -গৌতম দেবরা !!!


স্নেহাশিষ মুখার্জি :
সিপিএমএর ২৫ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন আজ কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে শেষ  হয়েছে | দীর্ঘ প্রায় ৫০ বছর সিপিএমে গুরুত্বপূর্ন ভূমিকা নেওয়ার পর অবশেষে নেতৃত্ব থেকে সরলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | 
রাজ্য সম্মেলনের আগেই দলের রাজ্য নেতৃত্বকে চিঠি দিয়ে তিঁনি জানিয়েছিলেন যে , তিঁনি সিপিএম রাজ্য কমিটিতে এমনকি আমন্ত্রিত সদস্য হিসাবেও থাকতে চান না | প্রকাশ কারাত , সিতারাম ইয়াচুরিরা অনুরোধ করলেও তা ব্যার্থ হয় | সিপিএমএর রাজ্য কমিটিতে থাকতেও চাননি বুদ্ধদেব ভট্টাচার্য | নিজের এই ইচ্ছার কথা ইতিমধ্যেই চিঠি দিয়ে দলের রাজ্য কমিটিকে তিঁনি জানিয়েছেন | রাজ্য কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবেও থাকতে অসুবিধা রয়েছে এই প্ৰাক্তন মুখ্যমন্ত্রীর |

সূত্রের খবর বুদ্ধ বাবুকে সিদ্ধান্ত বদলের জন্য বোঝানোর চেষ্টা করছেন সীতারাম ইয়াচুরি , প্রকাশ কারাত রা তবুও অনড় বুদ্ধদেব ভট্টাচার্য শেষ পর্যন্ত্য রাজ্য কমিটি থেকে সরলেন | উল্লেখ্য যে সিপিএমএর নতুন রাজ্য কমিটি থেকে বাদ পরেছেন শ্যামল চক্রবর্তী , মদন ঘোষ , দীপক দাশগুপ্ত | বয়সের কারণে বাদ পরলেন দীপক সরকারও | 

অসুস্থতার কারণে বেঙ্গল লাইনপন্থী ও কংগ্রেস ঘেষাঁ অংশের নেতা গৌতমদেবকেও রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে | প্রসঙ্গত বেশ কিছুদিন শারিরীক অসুস্থতায় ভুগছেন বুদ্ধবাবু | এখন সচরাচর তাঁকে  কোন সভাতেও দেখতে পাওয়া যায় না | অসুস্থতার কারণেই কি তিঁনি এই সিদ্ধান্ত নিলেন প্রশ্ন রাজনৈতিক মহলে |

 সম্প্রতি কলকাতা প্লেনামে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , ৭৫ বছর বয়স হলেই রাজ্য কমিটি থেকে বাদ পরতে হবে | নতুন ভাবে সাজাতে চায় দলকে বঙ্গ সিপিএম | ত্রিপুরায় বিপর্যয়ের পর দলের অন্দরে ফের জোরাল হচ্ছে বৃদ্ধতন্ত্র হটানোর দাবী | আর তা থেকেই বোধ হয় এই সিদ্ধান্ত | তবে বিমান বাবুর ক্ষেত্রে বয়সকে বাধা হিসাবে ধরা হয়নি | বিমানবাবু বামফ্রণ্টের চেয়ারম্যান হওয়ায় তাঁকে রাজ্য কমিটিতেই রাখা হয়েছে | ত্রিপুরা হারের ছায়ায় সিপিএমএর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে যে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে তাঁদের দিয়ে পশ্চিমবঙ্গে সিপিএমএর অন্দরে রক্তক্ষরণ রোধ করা কতটা সম্ভব হবে তা নিয়ে দ্বিমত রয়েছে রাজনৈতিক মহলে | 

রাজ্য সম্মেলনের শেষদিনে দলের পশ্চিমবঙ্গ নেতৃত্বকে প্রবল ভাবে আক্রমণ করে বাম জামানার অর্থমন্ত্রী তথা বিশিষ্ট বুদ্ধিজীবি অশোক মিত্র এদিন বহুল প্রচারিত এক বাংলা দৈনিকে যে নিবন্ধ লেখেন তা নিয়েও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে শুধু সিপিএম এই নয় সমগ্র বামপন্থী শিবিরে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment