বিবাহ বন্ধনে জড়ালেন প্রাক্তন কে এল ও জঙ্গি !!!


NNS : উত্তরবঙ্গের ত্রাস কে এল ও জঙ্গি তথা এক সময় কে এল ও জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংয়ের ডানহাত টম অধিকারী ওরফে জয়দেব রায়  শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে জড়ালেন ।   

তিনি কে এল ওরই  প্রাক্তন লিঙ্কম্যান মেনকা  রায়কে বিবাহ করলেন।
ধুপগুড়িতে তার বিবাহ বাসরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের পাশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা - নেত্রী ও কে এল  ও সংগঠনের প্রাক্তন সঙ্গীরাও হাজির ছিলেন।

আজ থেকে  থেকে 18 বছর আগে উত্তরবঙ্গ, বিশেষ করে অসম সীমান্তবর্তী উত্তরবঙ্গে ত্রাস হয়ে উঠেছিলেন জীবন সিংহের কে এল ও। এই সংগঠনের সেকেন্ড-ইন-কমান্ড হয়ে উঠেছিলেন টম  অধিকারী। 2003 সালে ভারত - ভুটান সেনার যৌথ অভিযানে টম  অধিকারী, ও কে এল ও জঙ্গিরা ধরা পড়ে।

 তারপর ধীরে ধীরে কে এল ও দুর্বল হয়ে পড়তে থাকে। 2013 সালে 26 ডিসেম্বর জলপাইগুড়িতে এক বোমা বিস্ফোরণের ঘটনায় পরের বছর 26 ফেব্রুয়ারি পুলিশ টম  অধিকারীকে গ্রেপ্তার করে। পরে টম  জামিন পান। 

তারপরই সমাজের মূল স্রোতে ফেরার অঙ্গীকার করেছেন। তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃত্বের প্রতি এখন টম  অধিকারীর অগাধ আস্থা। তাই বিবাহবন্ধনের মধ্যে মূল স্রোতে ফিরলেন এককালের দুরন্ত কে এল ও জঙ্গি টম  অধিকারী ওরফে জয়দেব রায়।  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment