গ্রেপ্তার হতে পারেন বিমল গুরুং !!!


Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা রাষ্ট্রবিরোধিতার মামলা থেকে বাঁচতে গোৰ্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন | গোৰ্খা জনমুক্তি মোর্চার পলাতক সুপ্রিমো বিমল গুরুং এর সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় এখন বিমল গুরুঙ্গের গ্রেপ্তার অবশ্যম্ভাবী হয়ে উঠল বলেই মনে করছেন রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment