সি বি আই স্ক্যানারে এবার ৮৬ জন প্রতিনিধি!




দিলীপ চট্টোপাধ্যায়: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল রাজ্য সরকারের আমলে দেশ জুড়ে চর্চিত শিক্ষা ক্ষেত্রে দূর্নীতির মামলায় তীব্ আলোড়ন বয়ে চলেছে। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হাই প্রোফাইল নেতা- শিক্ষা কর্তা গ্রেফতার হয়ে জেল বন্দি। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে সি বি আই, ইডি এই কেলেঙ্কারির তদন্তে অব্যাহত রেখেছে।


সি বি আইয়ের আতস কাঁচে এবার শাসক তৃণমূল কংগ্রেসের বহু জন প্রতিনিধি। রাজ্যের এক মন্ত্রী, কলকাতা পুরনিগমের ১৩ কাউন্সিলার,একাধিক জেলা পরিষদ সদস্য,পঞ্চায়েত প্রধান সহ সি বি আই ৮৬ জন প্রতিনিধিকে এই কেলেঙ্কারিতে যুক্ত বলে সন্দেহ করে তালিকা প্রস্তুত করেছে। এঁদের জিজ্ঞাসাবাদ পর্বের জন্য নোটিশ পাঠানো হবে।


তৃণমূল মন্ত্রীসভার এক সদস্য এই নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে প্রাথমিক তথ্য পেয়েছে সি বি আই। তাঁর জন্য জাল পাতার পাশে কলকাতা পুরনিগমের ১৩ কাউন্সিলারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক ভাবে শনাক্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই ঠিক এমনই খবর পাওয়া গিয়েছে।


কলকাতা পুরনিগমের ১৩ কাউন্সিলারের ভেতর সি পি এম থেকে আসা এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করাছে সি বি আই। ইনি একসময় জেল বন্দি প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তাঁকে পার্থবাবু মিড ডে মিলের দায়িত্ব দেন। তাছাড়া এক সময় প্রাথমিক শিক্ষা সংসদের শীর্ষ কর্তা হয়ে ওঠেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য উঠে আসবে বলেই মনে করছেন সি বি আই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সি বি আই, ইডির কর্তাদের আশঙ্কা পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়োগ

দুর্নীতিতে হাজার কোটি টাকার বেশি কেলেঙ্কারি হয়েছে। মাথাদের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সি বি আই ও ইডি। কলকাতা হাইকোর্টও প্রতি মুহুর্তে তদন্তের গতি প্রকৃতির ওপর নজরদারি চালাচ্ছেন। ইডি, সি বি আই-এর তদন্তের গতিতে অবশ্য একদমই সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্ট।  নিয়োগ কেলেঙ্কারির মূল মাথাদের নাম জানতে চাইছে। নিয়োগ দূর্নীতি মামলায় ৮৬ জন তৃণমূলের প্রভাবশালী জন প্রতিনিধিদের সনাক্ত করে সি বি আই তদন্তের গতি বাড়াতে চাইছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment