গোপনে ফেডারেল ফ্রন্টের প্রস্তুতি মমতা-কেজরিদের!

 


এন এন এস: লোকসভা নির্বাচনের ব্লুপ্রিন্ট তৈরিতে ব্যস্ত মোদী-অমিত শাহরা। বিজেপির অন্দরের খবর,আগামী ২৪-এর লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্ৰদেশ, হরিয়ানার মত রাজ্যে শতাধিক আসন কমতে পারে গেরুয়া শিবিরের। মূল্যবৃদ্ধি, বেকারি, অর্থনৈতিক সংকট, লগ্নির অভাব যে, মোদী-শাহদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে তা বলাই বাহুল্য।


এ জন্য পাল্টা কৌশল নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি সি বি আই,ইডি প্রভৃতিদের কাজে লাগিয়ে বেশ কিছু বিরোধী নেতা-নেত্রীদের অকেজো করে দেওয়ার লাইন নিচ্ছেন মোদী-শাহরা। ইতিমধ্যে মমতা, কেজরি, কে সি আর সহ ৮ বিরোধী দলের নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যৌথ চিঠি দিয়ে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার বিরোধিতা করেছেন। এই চিঠিতে কংগ্রেস, সি পি এম, সি পি আই,সংযুক্ত জনতা দল, ডি এম কে সহ একাধিক বিরোধী দলের নেতাদের স্বাক্ষর না থাকার ঘটনা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে একমত রাজনৈতিক মহল। আসলে মমতা, কেজরি, কে সি আর এমন কি অখিলেশ যাদবরা প্রত্যেকেই নিজ নিজ রাজ্যে এক লড়াই ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় বিরোধী জোটের প্রস্তাবকে নস্য করে দিতে চাইছেন। এক্ষেত্রে সি পি এমের প্রকাশ কারাত- বিজয়নদের কেরালা লবিও কংগ্রেসের সঙ্গে হাত মেলালে ঘোরতর বিরোধী বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছেন যে, মোদী-শাহরা কংগ্রেসের নেতৃত্বে অভিন্ন বিরোধী জোট যাতে না গড়ে ওঠে তার অস্ত্র হিসাবে ইডি, সি বি আই এমন কি এন আই একে কাজে লাগাচ্ছেন বলে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ। এজেন্সি   অস্ত্রেই মমতা,কেজরিওয়াল,কে চন্দ্রশেখর রাও-দের বিরোধী জোট ভেস্তে দিতে কাজে লাগাচ্ছেন মোদী-শাহরা এমনটাই অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment