Delip Chatterjee,Indiapost24 Web Desk: কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোট শরিক নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ দাগলেন। এইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল নীতীশকে। ইতিমধ্যেই আসন বণ্টন নিয়ে কেজরিওয়ালের সঙ্গে সংঘাত, মমতার একলা চলার ঘোষণায় সংকটে জোটের ভবিষ্যত। এদিন পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার। বুধবার পাটনার একটি সভায় দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার বিষয়ে ইউপিএ সরকারকে একাধিকবার আবেদন করেছিলেন। যদিও তা মানা হয়নি। এইসঙ্গে নাম না করে পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে তোপ দাগেন তিনি। এর পরেই কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তের জন্য মোদীর প্রশংসা করেন। গুয়াহাটিতে থেকে বাংলায় ন্যায় যাত্রা করার কথা ছিল রাহুল গান্ধীর। তবে হঠাতই বঙ্গ সফরে কাটছাঁট রাহুলের। দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধি। হাসিমারা থেকেই ফিরে যাচ্ছেন রাহুল। দরকারি কাজ পড়ে যাওয়াতেই তড়িঘড়ি দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। আবার ২৮ তারিখ তিনি বাংলায় আসবেন বলে জানা গিয়েছে।
0 comments:
Post a Comment