বঙ্গে তৃণমূলের বিশাল জয়ের ভবিষ্যৎ বাণী




Indiapost24 Web Desk:তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ আবার দাবি করেছেন যে,পশ্চিমবঙ্গে হিন্দু সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী শক্তি বিজেপি এবারের লোকসভা নির্বাচনে গো-হারা হারবে। পশ্চিমবঙ্গে তৃণমূল অনায়াসে ৩০-৩৫ টি আসন তো বটেই, তা শেষ পর্য্যন্ত ৩৭-৩৯ এও চলে যেতে পারে।

কুণাল ঘোষের দাবি পশ্চিমবঙ্গের ৩০ শতাংশ মুসলিম সংখ্যালঘুদের পাশে দলিত, জাতি ধর্ম নির্বশেষে মহিলা ভোটের বড় অংশই ঘাসফুল পেতে চলেছে। বিজেপি-আর এস এসের ফ্যাসিবাদী ও হিন্দু সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই চালানো মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম যন্ত্রেই মানুষের ব্যাপক সমর্থনে বিজেপিকে হারাবেন।

কুণাল ঘোষ ঠিক লোকসভা নির্বাচনের মুখে বিজেপি-আর এস এসের মিথ্যা প্রচার নিয়ে সতর্ক থাকতে তৃণমূল কর্মী-সমর্থকদের সতর্ক করেছেন। ইতিমধ্যে কুণাল ঘোষকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। উত্তর কলকাতা জেলা বিজেপির সম্পাদক তমোঘ্ন ঘোষের অভিযোগ এক সময় কুণাল ঘোষ বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। বিজেপিতাকে দলে নেয় নি। তিনি যে গোপনে বিজেপিতে আসতে চেয়েছিলেন তার ফুটেজ আছে বলেও অভিযোগ বিজেপি নেতার। এদিকে বিজেপির অন্দরে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ম্যানেজার তপন ঘোষের ছেলে তমোঘ্নকে নিয়ে বিতর্ক আছে। তা আবার উস্কে দিয়েছেন কুণাল।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment