নির্বাচনের আগে দল ভাঙার চেষ্টা

 



Indiapost24 Web Desk:মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন এই বিষয়ে শুনানি চলছে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত থেকে অবিলম্বে মুক্তি চেয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আবেদনের উপর দিল্লি হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের শুনানির আগে, দিল্লির মন্ত্রী আতিশি বলেছিলেন, ‘কেজরিওয়াল একজন সুগারের রোগী এবং গ্রেফতারের পর থেকে তার ওজন সাড়ে চার কেজি কমে গিয়েছে।

মঙ্গলবার দাখিল করা পিটিশনে ইডি বলেছে, ‘মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হলেন আফগারি দুর্নীতির “কিংপিন” এবং “কেলেঙ্কারির” “মূল ষড়যন্ত্রকারী”। এদিকে, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং যাকে এই একই মামলায় ৬ মাস আগে গ্রেফতার করা হয়েছিল, মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে বুধবার দিল্লি হাইকোর্টকে বলেছেন, বাতিল হয়ে যাওয়া দিল্লির মদ নীতির সঙ্গে আর্থিক দুর্নীতির যুক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। ভোটের ঠিক আগে তাঁকে গেফতারির একটাই লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে “তাঁর দলে ভাঙন ধরানো”।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment